ইউক্রেনে হামলার মধ্যেই মস্কো সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৯:১৭ পিএম

ইউক্রেনে হামলার মধ্যেই মস্কো সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

ইউক্রেনে রুশ হামলার মধ্যেই রাশিয়া সফরে গেছেন পরমানু শক্তিধর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সফরে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত এক রুশ সৈন্যর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পূর্ব নির্ধারিত দুদিনের সরকারী সফরে রাজনৈতিক মিত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনা করেন ইমরান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যহ্নভোজের আয়োজন করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের সরকারী বাসভবন ও দপ্তর ক্রেমলিন জানিয়েছে, দুই নেতার মধ্যে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতিসহ বেশ কিছু ইস্যুতে ফলপ্রশু আলোচনা হয়েছে। বৈঠকে ইউক্রেন ইস্যু নিয়ে দু,নেতার মধ্যে কথা হয়। ২৩ ফেব্রুয়ারী দুদিনের সফরে মস্কো পৌছান ইমরান।

 

ক্রেমলিন জানায়, দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, জ্বালানী খাতে সহযোগিতা ছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে দুনেতা কথা বলেছেন। বিশেষ করে বহুল আলোচিত পাকিস্তানের স্টিম গ্যাস পাইপলাইন নির্মাণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাকিস্তানের বন্দরনগরী করাচী থেকে পাঞ্জাবের কাশুর পর্যন্ত ১১শ কিলোমিটার দীর্ঘ এ গ্যাস লাইন নির্মাণ করতে খরচ হবে প্রায় ২ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। গ্যাস প্রকল্পটির নির্মাণে ২০১৫ সালে নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২৫ বছর রাশিয়া ওই প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকবে। পরে রাশিয়া পাকিস্তানের কাছে প্রকল্পের মালিকানা হস্তান্তর করবে।

ইউক্রেনে রুশ ক্ষেপনাস্ত্র হামলা

Link copied!