ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক রেলস্টেশনে রকেট হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, শুক্রবার রুশ বাহিনীর এ হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। সংবাদমাধ্যম এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।
হামলায় স্টেশনের পাশে রাখা চারটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।
এর আগে ইউক্রেনের রেলওয়ে কোম্পানির প্রধান আলেকসান্দার কামিশিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, দুটি রকেট স্টেশনে আঘাত হেনেছে। হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন।
এ হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রেল স্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তা ‘উসকানিমূলক’ ও ‘সম্পূর্ণ অসত্য’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। অভিযান শুরুর দুই দিন আগে অর্থাৎ ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা দুই ভূখণ্ড দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এই দুই ভূখণ্ডকেই একত্রে দোনবাস রিপাবলিক বলা হয়।
ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন এলাকা থেকে সেনাদের দোনবাসে জড়ো করা শুরু করেছে রাশিয়া। দোনেৎস্ক ও লুহানস্কে দিন দিন তীব্র হচ্ছে রুশ-ইউক্রেন সেনাদের লড়াই।
আরও পড়ুন: ইউক্রেনে ‘সেনাদের উল্লেখযোগ্য ক্ষতির’ কথা স্বীকার করল রাশিয়া