ইউক্রেনের ১৪০ কোটি মার্কিন ডলারের জরুরী তহবিল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২২, ১১:২০ এএম

ইউক্রেনের ১৪০ কোটি মার্কিন ডলারের জরুরী তহবিল

ইন্টান্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) ইউক্রেনের জন্য ১৪০ কোটি মার্কিন ডলারের জরুরি তহবিল অনুমোদন করেছে। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৬০০ কোটি টাকার মতো। দেশটি প্রবল শক্তিধর প্রতিবেশী রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে থাকায় এবং চলতি বছরে গভীর অর্থনৈতিক মন্দায় পড়তে পারে, এমন আশঙ্কায় এই তহবিল অনুমোদন করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল।

ইতিমধ্যে আইএমএফই পূর্বাভাস দিয়েছে যে ইউক্রেন এই বছর বড় ধরনের মন্দার মুখে পড়েতে পারে। এর আগে চলতি সপ্তাহের শুরুতেই বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য ঋণ ও অনুদান মিলিয়ে ৭৩ কোটি ২০ লাখ ডলারের আর্থিক প্যাকেজ অনুমোদন করে। আগামী মাসগুলোতে আরও অর্থনৈতিক সহায়তা প্রদানের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। ইউক্রেনের জন্য বিশ্বব্যাংক ও আইএমএফের অনুমোদিত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২১৩ কোটি ২০ লাখ ডলার বা ১৯ হাজার ১৮৮ কোটি টাকা।

Link copied!