এক বছর আগেই ইউক্রেনে হামলার পরিকল্পনা করে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৪, ২০২২, ০৪:৫৬ এএম

এক বছর আগেই ইউক্রেনে হামলার পরিকল্পনা করে রাশিয়া

ইউক্রেনে হামলার পরিকল্পনা রাশিয়া এক বছর আগেই শুরু করেছিল বলে জানিয়েছেন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার সদস্য রিফাত শায়খুদ্দিনভ। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল ওয়ান টিভিতে এক আলাপচারিতায় তিনি এ তথ্য দেন বলে জানিয়েছে বিবিসি।

 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর আগে দীর্ঘ সময় ধরে দেশটির সীমান্তে রুশ সেনা মোতায়েন রাখা হয়। ইউক্রেনে হামলা চালাতেই মস্কোর এ তত্পরতা বলে সে সময় দাবি তুলেছিল পশ্চিমা দেশগুলো। তবে শুরু থেকেই তা নাকচ করে রাশিয়া।

 

ওয়ান টিভির ‘টাইম উইল টেল’ (সময়ই বলে দেবে) শীর্ষক এক টক শোতে রিফাত শায়খুদ্দিনভ বলেন, ‘এর (ইউক্রেন হামলা) জন্য এক বছর ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, হয়তো আরও বেশি সময় ধরে। কী ঘটছে আমরা তা বুঝেছিলাম এবং আগে থেকেই তাদের (ইউক্রেন) সতর্ক করছিলাম।’

ইউক্রেনে অভিযান না চালালে রাশিয়াই হামলার শিকার হতো বলে মনে করেন রাশিয়ার এই এমপি।

Link copied!