চেরনোবিল পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে রুশ সৈন্যরা

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১, ২০২২, ০৭:০৮ পিএম

চেরনোবিল পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে রুশ সৈন্যরা

রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (এনপিপি) ছেড়ে গেছে। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্রোরেশন-বিবিসি।

চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎে কেন্দ্রের দায়িত্বে থাকা ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা ফেসবুকে দেওয়া পোস্টে জানিয়েছে, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর কোনো বহিরাগত অবশিষ্ট নেই। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, ইউক্রেন তাদের জানিয়েছে- রুশ সৈন্যরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ ছেড়ে চলে গেছে। ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারগোটম এক বিবৃতিতে জানিয়েছে,  বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে চেরনোবিল ছেড়ে যাওয়ার ঘোষণা দেয় রুশ বাহিনী।

 

Link copied!