পুতিনকে হারাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৬ দফা পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৬, ২০২২, ০৮:০৮ পিএম

পুতিনকে হারাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৬ দফা পরিকল্পনা

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর পরাজয় নিশ্চিত করতে  বিশ্ব সম্প্রদায়ের প্রতি নতুন প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। পাশপাশি তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হারাতে ৬ দফা পরিকল্পনা পেশ করেছেন। খবর বিবিসির।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৬ দফা পরিকল্পনা

১. বিশ্বনেতাদের উচিত হবে ইউক্রেনের জন্য একটি 'আন্তর্জাতিক মানবিক জোট' গঠন করা। 

২. ইউক্রেনকে 'নিজেদের আত্মরক্ষার জন্য তাদের যে প্রচেষ্টা, তাতে বিশ্ব সম্প্রদায়কে আরও সমর্থন করা উচিত।

৩. রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে হবে।

৪. আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের প্রতিরোধ করতে হবে।

৫. ইউক্রেনের বৈধ সরকারের সম্পূর্ণ অংশগ্রহণে যুদ্ধের কূটনৈতিক রেজুলিউশন অবশ্যই অনুসরণ করতে হবে। 

৬. ন্যাটো দেশগুলোর মধ্যে নিরাপত্তা জোরদার করতে একটি ব্যাপক অভিযান পরিচালনা করা উচিত।

বিবিসির খবরে বলা হয়, আগামীকাল সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নেদারল্যোন্ডস-এর প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী  তাদের তার পক্ষ থেকে বার্তা দেবেন।  

Link copied!