ইলন মাস্ককে ‘মেয়েলিপনা’ না করার পরামর্শ দিয়েছেন চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গিয়ে লড়াই মেয়েলিপনা ছাড়া আর কিছু নয়।
নিউ ইয়র্ক পোস্টের খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক সোমবার এক টুইট বার্তায় ঘোষণা দেন, ইউক্রেনকে বাজি রেখে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে লড়বেন তিনি। তবে এটা হবে দুই জনের মধ্যে সিঙ্গেল কমব্যাট।
ইলন মাস্ক লিখেছেন, “আমি ভ্লাদিমির পুতিনকে একটি একক লড়াইয়ের চ্যালেঞ্জ জানাচ্ছি। বাজি থাকবে ইউক্রেন।”
ইলন মাস্কের এই ঘোষণার পর মুখ খুলেছেন পুতিনের আস্থাভাজন লোক রমজান কাদিরভ। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইলন মাস্কের উদ্দেশে তিনি লেখেন, “ইলন মাস্ক হলো ‘পরামর্শের’ নাম। তবে পুতিনের সঙ্গে আপনার শক্তি পরিমাপ করবেন না।”
ইলন মাস্ককে ‘ইলনা’ লিখে ওই পোস্টে ব্যঙ্গ করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ।