পোল্যান্ডের মিগ-২৯ দেওয়ার প্রস্তাবে বিস্ময় যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২২, ১১:০৮ পিএম

পোল্যান্ডের মিগ-২৯ দেওয়ার প্রস্তাবে বিস্ময় যুক্তরাষ্ট্রের

রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে যুদ্ধ বিমান মিগ-২৯ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে পোল্যান্ড প্রস্তাব দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে হোয়াইট হাউস।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বারবার অনুরোধের পর গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কাছে এই প্রস্তাব করে পোল্যান্ড।

আরও পড়তে পারেন-ইউক্রেনে পুতিনের জয় কোনোদিনই হবে না: বাইডেন

তবে ওয়ারশোর ওই  প্রস্তাব প্রত্যাখ্যান করে ওয়াশিংটন জানায়, ইউক্রেনকে যুদ্ধবিমান দেওয়া হলো পুরো ন্যাটো জোটের জন্য তা উদ্বেগের কারণ হতে পারে। একই মত পোষণ করে উত্তর আটলান্টিক সামরিক নিরাপত্তা জোট ন্যাটো।  

পোল্যান্ড প্রস্তাব করেছিল, রাশিয়ার তৈরি মিগ-২৯ যুদ্ধবিমানগুলো জার্মানির রামস্টেইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাঠানো হবে। পরে সেখান থেকে বিমানগুলো ইউক্রেনে মোতায়েন করা হবে।

তবে এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, দুই দেশের চলমান সংকটের মধ্যে মার্কিন-ন্যাটোর ঘাঁটি থেকে যুদ্ধ বিমানগুলো আকাশপথে ইউক্রেনে নিয়ে রাশিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার শামিল, যা পুরো ন্যাটো জোটের জন্য গুরুতর উদ্বেগের কারণ হতে পারে।

আরও পড়তে পারেন-ন্যাটোতে আর যোগ দিতে চায় না ইউক্রেন: জেলেনস্কি

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান চ্যালেঞ্জগুলোর বিষয়ে পোল্যান্ড এবং অন্যান্য ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করা হবে। তবে এক্ষেত্রে পোল্যান্ডের প্রস্তাব রক্ষা করা সম্ভব হবে বলে মনে করি না। এর কোনো বাস্তব ভিত্তি রয়েছে কি না তা আমাদের কাছে পরিষ্কার নয়।’

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ১৪তম দিন মঙ্গলবারও রাজধানী কিয়েভের আশপাশের শহরে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

আরও পড়তে পারেন-রুশ হামলায় ৬১ হাসপাতাল ধ্বংস: ইউক্রেন

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।

Link copied!