নিঃশর্তে সুরক্ষা সংক্রান্ত রাশিয়ার শর্ত মেনে নিলে যুদ্ধে ইতি টেনে দেবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রায় দেড় ঘন্টা টেলিফোন আলাপকালে ভ্লাদিমির পুতিন একথা জানিয়ে দেন। ওই টেলিফোন আলোচনায় যুদ্ধ থামাতে তিনটি শর্ত দেন রুশ প্রেসিডেন্ট।
আরও পড়তে পারেন: কিয়েভের পথে রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনা বহর
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন স্পষ্ট করে জানান, ইউক্রেনের সঙ্গে সমঝোতা সম্ভব হবে রাশিয়ার তিন শর্ত মেনে নিলেই। প্রথমত, ক্রিমিয়ায় রুশ শাসনকে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, বিমুদ্রাকরণ এবং তৃতীয়ত, ইউক্রেনের সেনাকে অস্ত্র ছেড়ে দিতে হবে বলে জানান পুতিন। টেলিফোন আলোচনায় রাশিয়ার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলির বিধিনিষ আরোপকে 'মিথ্যার সাম্রাজ্য' বলে খোঁচাও দেন রুশ প্রেসিডেন্ট।
এদিকে, ফরাসি প্রেসিডেন্টও তিনটি দাবির কথা তেলে ধরেন। ফরাসি প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে ম্যঁক্রোর দাবিগুলো ছিলো-ইউক্রেনের বেসামরিক লোকজন ও আবাসিক এলাকায় সব ধরনের হামলা বন্ধ করা, বেসামরিক অবকাঠামোগুলো রক্ষা করা এবং দেশটির গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলোও নিরাপদ করা।
আরও পড়তে পারেন: ফিফা-উয়েফা থেকে রাশিয়া বহিষ্কার
আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি সম্মান দেখিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পুতিনের সামনে তিনি ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিও তুলে ধরেন।
গত পাঁচ দিন ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের। সমাধান খুঁজতে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি হওয়া আর এক প্রজাতন্ত্র বেলারুশের প্রধান প্রশাসনিক অঞ্চল হোমেলে সোমবার বৈঠকে বসে দুই দেশ। ইউক্রেনের দাবি, কথাবার্তা সিদ্ধান্ত নেওয়ার স্তরে পৌঁছে গিয়েছে। তবে এ দিনের মতো আলোচনা শেষ হয়েছে। পোল্যান্ড ও বেলারুশ ... সীমান্তে দ্বিতীয় পর্যায়ের সংলাপ হওয়ার কথা। তাঁর আগে মস্কো ও কিয়েভে ফিরে গিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। সেখানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিচার-বিশ্লেষণ করে পরবর্তী বৈঠকে যোগ দেবেন তাঁরা।
রাশিয়ার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশগুলির আর্থিক বিধিনিষেধ পাল্টা দিতে শুরু করেছেন পুতিন।রুশ নাগরিকদের বিদেশে টাকা পাঠানো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে কোনও প্রভাব পড়বে না। নেটোভুক্ত দেশগুলির জিডিপি রাশিয়ার তুলনায় ১৫ গুণ বেশি।