মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করতে মস্কো-তেহরান যৌথ প্রচেষ্টা চালাবে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩১, ২০২২, ১২:২১ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করতে মস্কো-তেহরান যৌথ প্রচেষ্টা চালাবে

মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার জন্য তেহরান ও মস্কো যৌথ প্রচেষ্টা চালাবে। মার্কিন নিষেধাজ্ঞায় এক নম্বরে থাকা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এদিনই ল্যাভরভ এ কথা বললেন।

ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপে যখন একটি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে তখন মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার এক ঘোষণায় ইরানের কয়েকটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।

একই দিন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনের তুনশি শহরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর করে দেওয়ার লক্ষ্যে একযোগে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে রাশিয়া ও ইরান।

ইরানের ওপর বহু বছর ধরে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা থাকলেও গত এক মাসে নিষেধাজ্ঞায় আক্রান্ত দেশের তালিকায় এক নম্বরে উঠে এসেছে রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে অগণিত নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চীনে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অবকাশে দ্বিপক্ষীয় বৈঠক করেন ল্যাভরভ ও আব্দুল্লাহিয়ান। ওই বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রন্ত ভিয়েনা আলোচনা নিয়ে কথা বলেন। এছাড়া, তারা ইউক্রেন ও আফগানিস্তানসহ চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়েও মতবিনিময় করেন।

 

Link copied!