ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে রুশ সেনাদের অবস্থান এবং রাজধানী ও এর আশপাশের শহরগুলোয় তাদের হামলার পরিপ্রেক্ষিতে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও জার্মানি।
আজ রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন।
এক ফরাসি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর রুশ প্রেসিডেন্টকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, 'সবাই মিলে কূটনীতিক উপায়ে সমস্যার সমাধানের সম্ভাবনা পুতিন খারিজ করে দিতে পারেন না।'
সেই ফরাসি কর্মকর্তা আরও বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে পুতিন ‘ইউক্রেনে তার লক্ষ্য পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।’
আরও পড়ুন: