ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিবাদে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপের পাশপাশি যুক্তরাজ্য আরও কিছু নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
দেশটির এবারের ঘোষণায় রয়েছে রুশ বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নিষেধাজ্ঞা।এ নিষেধাজ্ঞা আরোপের ফলে এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ।
বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, নতুন এই নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্যে রাশিয়ার কোনো বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল করলে সেটাকেও অপরাধ হিসেবে গণ্য করা হবে।
এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়া ও ক্রেমলিন ঘনিষ্ঠরা আরও বেশি অর্থনৈতিক সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় বিমান এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু নয় বলে বিবিসি নিউজনাইট পলিটিক্যাল এডিটর নিক ওয়াট জানিয়েছেন। কারণ, আগেই সেদেশের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ১৪তম দিন মঙ্গলবারও রাজধানী কিয়েভের আশপাশের শহরে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।