রুশ হামলায় ৬১ হাসপাতাল ধ্বংস: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২২, ০৮:৫৬ পিএম

রুশ হামলায় ৬১ হাসপাতাল ধ্বংস: ইউক্রেন

ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী এ পর্যন্ত ইউক্রেনের ৬১টি হাসপাতালে হামলা চালিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো স্থানীয় এক টেলিভিশনকে বলেন, রাশিয়ার বাহিনী ইউক্রেনের হাসপাতালে হামলা চালিয়ে জানালা, দেয়াল এবং চিকিৎসা সরঞ্জাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের আগ্রাসনে আমাদের ৬১ হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়। তবে ধন্যবাদ যে হাসপাতালগুলোতে অনেক পরিষেবা চালু রয়েছে।'

ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোর মধ্যে রাজধানী খারকিভের নিকটবর্তী ইজিয়াম শহরের অন্যতম একটি হাসপাতাল হামলার শিকার হয়েছে।

দেশটির সরকার বারবার অভিযাগ করে আসছে, রাশিয়ান বাহিনী ইউক্রেনের বেসামরিক স্থাপনা টার্গেট করে বিমান ও কামান হামলা চালিয়ে আসছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো। দেশটির সরকার বলছে, সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এদিকে রাশিয়ায় বিক্রয় স্থগিত করে দিলো বিশ্বের সবচেয়ে বড় কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা এবং পেপসি। আলাদা বিবৃতিতে দুই প্রতিষ্ঠানই বিষয়টি নিশ্চিত করেছে। ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়া থেকে ব্যবসায়িক কার্যক্রম স্থগিত করতে এতদিন ভোক্তাদের চাপের মুখে ছিল প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন:

দুই দিনের মধ্যে কিয়েভ দখল করতে চেয়েছিলেন পুতিন: সিআইএ

Link copied!