হামলা বন্ধে রাশিয়াকে বাধ্য সাইবার হামলা চালিয়েছে ইউক্রেনের হ্যাকাররা। এতে রাশিয়ার কয়েক ডজন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের ওয়েবসাইট অকার্যকর হয়ে পড়েছে বলে দাবি করেছে তারা। ইউক্রেনের সাইবার গেরিলা ওয়ারফেয়ার গ্রুপ এই দাবি করে। ইউক্রেনের হ্যাকাররা কিছু ওয়েবসাইটের তথ্য পরিবর্তনের পাশাপাশি যুদ্ধের ছবিও যুক্ত করেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্যাংক ও সরকারি ওয়েবসাইটে হামলার পর এবার রাশিয়ার বিদ্যুতের সঞ্চালন লাইন ও রেল ব্যবস্থাপনায় সাইবার হামলা চালানোর পরিকল্পনা করেছে সাইবার গেরিলা ওয়ারফেয়ার গ্রুপটি। হামলার প্রযুক্তি ও কৌশল জানতে গ্রুপটি আন্তর্জাতিক হ্যাকার দলের সঙ্গে আলোচনাও করেছে।
রাশিয়ায় বড় পরিসরে হামলার নেতৃত্ব দেবেন ইউক্রেনের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ইয়েগর অশেভ। ইউক্রেনে রাশিয়ার সেনা ও অস্ত্র আনা ঠেকানোই এ সাইবার হামলার উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।
ইউক্রেনের গেরিলা ওয়ারফেয়ার গ্রুপের সদস্যসংখ্যা এক হাজারের বেশি। বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী হ্যাকাররা ওয়ারফেয়ার গ্রুপের হয়ে কাজ করছেন।
সম্প্রতি রাশিয়ায় সাইবার হামলা চালাতে নিজ দেশের হ্যাকার ও সাইবার বিশেষজ্ঞদের আহ্বান জানায় ইউক্রেন। শুধু তা-ই নয়, রাশিয়ার ডিজিটাল অনুপ্রবেশ ঠেকাতে আইটি সেনাবাহিনীও চালু করে।