‘মস্কভা ডুবে যাওয়া রাশিয়ার জন্য বড় আঘাত’

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ০১:৫৬ এএম

‘মস্কভা ডুবে যাওয়া রাশিয়ার জন্য বড় আঘাত’

ইউক্রেন সেনাদের ছোড়া মিসাইলে কৃষ্ণসাগরে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কভা ডুবে যাওয়ার ঘটনা রাশিয়ার জন্য একটা ‘বড় আঘাত’ বলে মন্তব্য করেছেন পেন্টাগনের এক সিনিয়র কর্মকর্তা। খবর এএফপি’র।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে এক ব্রিফিংয়ে পেন্টাগনের সিনিয়র ওই কর্মকর্তা বলেছেন, “এটা প্রতীকীভাবে একটি বড় আঘাত। ইউক্রেনের জন্য এই হামলার একটি গর্বের দিক রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

পেন্টাগনের ওই কর্মকর্তার দাবি, ডুবে যাওয়ার আগে ইউক্রেনের দুইটি জাহাজ বিধ্বংসী মিসাইল নেপচুন ওই রুশ যুদ্ধজাহাজে আঘাত হানে। 

পেন্টাগণের ওই কর্মকর্তা আরও বলেন, “ওই মিসাইল হামলায় হতাহতের ঘটনা ঘটতে পারে। তবে ‘সেই সংখ্যা নির্ধারণ করা কঠিন’ বলেও জানান তিনি।

ইউক্রেনের দাবি, যুদ্ধজাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। মিসাইল হামলায় জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষ্ণসাগরে অবস্থিত জাহাজটিতে বুধবার হামলা চালানো হয়। তবে যুদ্ধজাহাজ মিসাইলের আঘাতে ডুবে গেছে-ইউক্রেনের এ দাবি উড়িয়ে দিয়ে মস্কো্ জানিয়েছে, আগুন লেগে মস্কভা ডুবে গেছে।

ইউক্রেনের দাবি সত্যি হলে ১২ হাজার ৪৯০ টন ওজনের মস্কভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় রুশ যুদ্ধজাহাজ।

প্রসঙ্গত, সোভিয়েত যুগের ওই রুশ যুদ্ধজাহাজ গত সাত সপ্তাহের সংঘাতে রাশিয়ার নৌ প্রতিরোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছিল। বিশেষ করে ইউক্রেনের বন্দর শহর মারিউপোল অবরোধে মূখ্য ভূমিকা রাখছিল জাহাজটি। ওই জাহাজ ডুবির পর ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ বাহিনী।

Link copied!