আফ্রিকা থেকে আগত ফ্লাইটকে বোর্ডিং পাস দেওয়া হবেনা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩, ২০২১, ০৪:০২ এএম

আফ্রিকা থেকে আগত ফ্লাইটকে বোর্ডিং পাস দেওয়া হবেনা

আফ্রিকার কোন দেশ থেকে ফ্লাইট আসলে বোর্ডিং পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃ্হস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে সিলেটে সালুটিকর এলাকায় কেপ ফাউন্ডেশনের 'অরফেন ভিলেজ' এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আফ্রিকায় আমাদের বিমান যায় নাতবে অন্য কোনো এয়ারলাইনসে সেদেশ থেকে আসলে তাদেরকে বোর্ডিং পাস দেওয়া হবে না। বোর্ডিং পাস যদি দিতেও হয়, তবে যারা ভ্যাকসিনের দুইটি ডোজ দিয়েছেন এবং যাদের টেস্ট রিপোর্ট নেগেটিভ তাদেরকে দেওয়া হবে এবং দেশে এসে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “আফ্রিকার আশপাশের দেশগুলোতে যারা আছেন, তাদেরকে দেশে ফেরার ক্ষেত্রে অনুৎসাহিত করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সবগুলো মিশনকে বলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ এই বিষয়ে প্রস্তুত আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা সমস্যা হবে না।”

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ক্যাপ ফাউন্ডেশনের সিইও মো. আব্দুল নূর, চ্যানেল এস এর চেয়ারম্যন আহমেদুস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Link copied!