অক্টোবর ২০, ২০২১, ০১:৫১ পিএম
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে নালিশি অভিযোগ করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- লেখক নেছার আহমেদ ও সাহিত্যিক রাশেদ রউফ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে নগরীর আগ্রাবাদ মোল্লাপাড়ার বাসিন্দা নাজিম উদ্দীন সুজন এই অভিযোগ করেন। আদালত মামলাটির বিষয়ে আদেশ প্রদানের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, চট্টগ্রাম একাডেমি থেকে প্রকাশিত ‘জাতির পিতা’ নামে একটি বইতে অধ্যাপক সিরাজুল ইসলাম বঙ্গবন্ধুকে কটূক্তি করেছেন। বইটির একাধিক স্থানে বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বাক্য ও শব্দ ব্যবহার করা হয়েছে। তাই আদালতে মামলাটি দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শাহিদা নুর বলেন, বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলাটির অভিযোগ শুনে আদালত আদেশ প্রদানের জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন।
তিনি আরও জানান, আমরা আদালতে অভিযোগ করেছি। কিন্তু আদালতে এ বিষয়ে কোনও শুনানি হয়নি। আগামী ২৪ অক্টোবর এ বিষয়ে শুনানি হবে। মামলা গ্রহণ করা হবে কি হবে না, তা ওই দিন জানা যাবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম একাডেমি থেকে ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘জাতির পিতা’ নামে একটি পুস্তক প্রকাশিত হয়। ওই প্রকাশনায় ‘শেখ মুজিবের গোপন শত্রু’ শিরোনামে একটি প্রবন্ধে বঙ্গবন্ধুর প্রতি অবমাননা করা হয়। অধ্যাপক সিরাজুল ইসলামের ওই প্রবন্ধে বলা হয়েছে, ‘একাত্তরের আগের শেখ মুজিব আর পরের শেখ মুজিব এক নন, বড়ই সত্য কথা।’
আরেক লাইনে লেখা হয়, ‘নৈতিক পতনই তার দৈহিক পতন ডেকে আনে’।
এ ছাড়া প্রবন্ধের একাধিক লাইনে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির করে তাকে ছোট করে দেখানোর মাধ্যমে পুরো জাতিকে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। তাই বাদী রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আদালতের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।