এবার হুদার চেয়েও খারাপ কাউকে খুঁজে পাবে সার্চ কমিটি: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২২, ১১:২৫ পিএম

এবার হুদার চেয়েও খারাপ কাউকে খুঁজে পাবে সার্চ কমিটি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদায়ী নির্বাচন কমিশনের মতই আরেকটি নির্বাচন কমিশন গঠনের চেষ্টা করছে সার্চ কমিটি। তিনি বলেন, নির্বাচন কমিশনে নাম দিতে মিছিল করতে করতে যাওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে তাতে কেমন ইসি গঠিত হবে তা নিয়ে ধারণা করা যাচ্ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রকল্প ৭১ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় রিজভী আরও বলেন, বিদায়ী কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন ইসির চেয়েও খারাপ হবে এমন কমিশন গঠনে সার্চ কমিটি কাজ করছে। আগের সার্চ কমিটি হুদা(কেএম নুরুল হুদা) খুঁজে পেয়েছিল। এবারের সার্চ কমিটি হুদার চেয়েও খারাপ আরেকজনকে খুঁজে পাবে। সেই হুদাকে দিয়ে ভোট ডাকাতির নির্বাচন, কেন্দ্র দখলের নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন, নিশিরাতে নির্বাচন হয়েছে।

তিনি বলেন, বিএনপির আশংকা এবার এমন একটি কমিশন গঠন করা হবে যারা গভীর রাতের পরিবর্তে সন্ধ্যায় নির্বাচনের ব্যবস্থা করবে।

Link copied!