ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩১, ২০২২, ০৬:০১ পিএম

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

আজ সোমবার সকাল ১০টার পর কক্সবাজার আদালত প্রাঙ্গণে টেকনাফের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া একজন বলেন, আমার ভাই শাহবুদ্দীন ছিলেন একজন কৃষক। আমার ভাইয়ের নামে একটা মামলা ছিল। ২০১৯ সালের ১৭ এপ্রিল দুপুর ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। পরে ২১ তারিখে আমার ভাইকে ক্রসফায়ার দিয়েছে। যদি এটা বন্দুকযুদ্ধ হতো তাহলে গুলি মাথায় লাগত বা পিঠে লাগত অথবা পায়ে লাগত। কিন্তু, সেই গুলি সিনাতে লাগছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমরা ওসি প্রদীপের ফাঁসি চাই।

এদিবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় আজ দুপুর ২টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফরিদুল আলম টিপু।

Link copied!