জানুয়ারি ২, ২০২২, ০১:৩৫ পিএম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কাউকে বিদেশ পাঠানো বড় বিষয় নয়, বড় বিষয় হলো জনগণেকে সেবা দেওয়া। রবিবার (২ জানুয়ারি) তিনি একথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “কাকে বিদেশ পাঠানো হবে, কাকে পাঠানো হবে না সেটা সরকারের জন্য বড় বিষয় নয়। একটি উন্নত দেশ গঠনে সরকার ক্ষেত্র প্রস্তুত করেছে, এখন জনগণকে সেবা দেওয়াই বড় বিষয়। জনবান্ধব সরকারের জনসেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের জন্য চ্যালেঞ্জ।”
নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে মন্ত্রী বলেন, “এত অল্প সময়ে আইন করা সম্ভব নয়। নির্বাচন কমিশন পূর্ণ গঠনে সংবিধান অনুসারে অবশ্যই আইন তৈরি করা হবে। তবে, এখন সেই সময় নেই। তিনি বলেন, সব দলের ও সবার গ্রহণযোগ্য আইন হতে হবে।”
এর আগে গত ২৯ ডিসেম্বর আইনমন্ত্রী জানিয়েছিলেন, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারিতে। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কোনো সুযোগ নেই।
আইনমন্ত্রী আরও জানান, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা আছে যে, নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। গত দুবার নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে এসেছিলেন যে, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হবে। দলগুলো নামগুলো দিতে পারবেন।