অডিও কেলেঙ্কারির জেরে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো এমপি মুরাদ হাসান অবশেষে দেশ ছেড়েছেন। শুক্রবার রাত ১টা ২১ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি ফ্লাইটে তিনি দেশ ছেড়ে যান।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ওই ফ্লাইট ১১টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশনে যাত্রীদের চাপ থাকায় ফ্লাইটটি ঢাকা ছাড়তে দেরি হয়।
দেশ ছাড়ার সময় মুরাদ হাসানের পরনে কালো রঙের ব্লেজার, টি–শার্ট, নীল রঙের জিনস, মাথায় কালো ক্যাপ, মুখে কালো মাস্ক ও চোখে চশমা ছিল। তার কোনো সফরসঙ্গী ছিল না।
অডিও কেলেঙ্কারির পর প্রতিমন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর মুরাদ হাসানের দেশ ছেড়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল। গত চার দিন ধরে অগোচরে থাকা মুরাদকে শুক্রবার রাত ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় দেখা যায়। এরপরই দেশের মিডিয়ায় তার দেশ ত্যাগের খবরটি ছড়িয়ে পড়ে।
ইমিগ্রেশন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা সে সময় গণমাধ্যমকে বলেন, আমরা বিভিন্ন সংস্থাকে বিষয়টি জানিয়েছি, উনার বিষয়ে কোনো এমবার্গো (নিষেধাজ্ঞা) রয়েছে কি না? কোনো এমবার্গো না থাকলে ইমিগ্রেশন করে দিতে হবে। তিনি এখন এয়ারপোর্টে রয়েছেন।