খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন, এখনও বন্দী: হাফিজ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২১, ০৪:৪৯ এএম

খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন, এখনও বন্দী: হাফিজ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হয়নি বলে মন্তব্য করেছেন, দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বুধবার (২৯ ডিসেম্বর) বেলা তিনটায় ভোলা শহরের কমরেড নলিনী দাস মাধ্যমিক (বালিকা) বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, “খালেদা জিয়া ৫০ বছর আগে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী ছিলেন আর এখন বন্দী আছেন আওয়ামী লীগ সরকারের হাতে।”

তিনি আরও বলেন, “আমাদের শেখানো হচ্ছে, আওয়ামী লীগের বক্তৃতায় দেশ স্বাধীন হয়েছে। কিন্তু দেশ বক্তৃতায় স্বাধীন হয়নি। আমরা দেশের মা-বোনের ইজ্জত রক্ষার জন্য লড়াই করেছি। এই দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া। চট্টগ্রাম, ঢাকার পাড়ায় পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে খুঁজে বের করেছে পাকিস্তানি বাহিনী। সেই বেগম জিয়া পাকিস্তানি বাহিনীর কাছে আট মাস বন্দী ছিলেন। এই ঘটনা ৫০ বছর আগের, ৫০ বছর পরও তিনি আওয়ামী লীগ সরকারের হাতে বন্দী।”

বিএনপির এই নেতা বলেন, “বর্তমান স্বৈরশাসকের ভিত কেঁপে উঠেছে। বিএনপির মতো জনপ্রিয় দলকে সরকারি বিদ্যালয়ের মাঠে সভা করতে দেয়নি। গলির মধ্যে সভা করতে বাধ্য করেছে। কারণ, তারা আতঙ্কিত। এই সরকার ছয় শতাধিক বিএনপি নেতাকে গুম করেছে। এতিম শিশুদের কান্না বিশ্বের কাছে পৌঁছে গেছে। অতি অল্প সময়ের মধ্যে এই স্বৈরশাসককে বাংলাদেশ থেকে বিদায় নিতে হবে। তাদের অপকর্মের কথা বিশ্ববাসী জেনে গেছে।”

Link copied!