খালেদা জিয়াকে চিকিৎসাহীনতার ক্রসফায়ারে হত্যার চেষ্টা হচ্ছে: রিজভী

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১০, ২০২১, ০৩:১৫ পিএম

খালেদা জিয়াকে চিকিৎসাহীনতার ক্রসফায়ারে হত্যার চেষ্টা হচ্ছে: রিজভী

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে বিদেশে যেতে না দেওয়া সব চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। তাকে সরাসরি ক্রসফায়ারে মেরে না ফেললেও চিকিৎসাহীনতার ক্রসফায়ে তাকে হত্যার চেষ্টা হচ্ছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে সার্বজনীন মানবাধিকার ঘোষণা বাস্তবায়ন, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ প্রেরণ ও ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হয়েছে বাংলাদেশ জমিদারী রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিহিংসামূলক মামলাকে সাজা দেয়া হয়েছে। বন্দুকের নলের মুখে দেশ চালানো হচ্ছে। খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দিতেই চিকিৎসা করতে দেয়া হচ্ছেনা।”

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, “খালেদা জিয়ার কিছু হলে আপনাকে জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়তে হবে আপনি রেহাই পাবেন না।”

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতেই র‍্যাব দিয়ে গুম খুন করিয়েছে। দেশে কোন মানবাধিকার নেই। দেশে নূন্যতম মানবাধিকার নেই। সরকার বিরোধী দল শূন্য করতে গুম খুন করিয়েছে বিভিন্ন বাহিনী দিয়ে। বর্তমান সরকার মানবাধিকার লঙ্ঘনের প্রকৃষ্ট উদাহরণ।

Link copied!