খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে আইনমন্ত্রী মিথ্যা বলছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২১, ১২:৩৪ এএম

খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে আইনমন্ত্রী মিথ্যা বলছেন: রিজভী

জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গতকাল আইনমন্ত্রী বলেছেন, বিদেশ যেতে হলে আবার কারাগারে গিয়ে আবেদন করতে হবে। কোন আইনে আছে? আপনি মিথ্যা কথা বলছেন। বুধবার (১৭ নভেম্বর) সকালে এক দোয়া মাহফিলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই প্রশ্ন তুলেন।

রিজভী বলেন, ‘আপনি(আইনমন্ত্রী) এই কথা বলছেন। তাহলে শেখ হাসিনা (তৎকালীন বিরোধী দলীয় নেতা) কি করে গিয়েছিলেন মঈন উদ্দিন-ফখরুদ্দিনের আমলে? আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জলিল (আব্দুল জলিল) সাহেব কি করে সিঙ্গাপুর চিকিৎসার জন্য গিয়েছিলো? সেইদিন কোন আইনে গিয়েছিলেন তারা? আপনি তো মইন উদ্দিন-ফখরুদ্দিনের তখন দুদকের প্রধান আইনজীবী ছিলেন।'

রিজভী আরো বলেন, ‘এর আগে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ আসম আবদুর রব কারাগারে থাকা অবস্থায় চিকিতসার জন্য বাইরে গিয়েছিলেন। অসংখ্য দৃষ্টান্ত আছে, অসংখ্য উদাহরণ আছে।’

তিনি বলেন, ‘সরকার যেকোনো মুহুর্তে এই ধরনের অত্যন্ত গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুমতি দিতে পারে। আমরা এখনো আহবান জানাচ্ছি দেশনেত্রীকে তার উন্নত চিকিতসা দেয়ার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিন।

‘আমরা বলতে চাই, আপনারা ভুলে যাবেন না, এদেশের কোটি কোটি মানুষ, আবাল-বৃদ্ধ-বনিতা, তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত হাটে-ঘাটে-মাঠে, জনপদে জনপদে জাতীয়তাবাদের মানুষ গিজগিজ করছে। লক্ষ কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়ে আপনারা যদি অমানবিক কোনো পথের দিকে এগিয়ে যান, কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে আপনাদের এই নির্দয়-নির্মমতার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেবে। এই জবাব থেকে আাপনারা কেউ রেহাই পাবেন না।

আইনমন্ত্রীকে উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি এতো নির্দয়, আপনি এতো মানসিকভাবে অসুস্থ। আপনি শেখ হাসিনাকে খুশি করার জন্য বিএনপির নেতা-নেত্রীর বিরুদ্ধে এহেন কাজ নাই আপনি সেটি করছেন আদালতকে কবজায় নিয়ে পকেটের মধ্যে রেখে। আইনমন্ত্রী- আপনার মতো এতো হীন, এতো খারাপ কাজ পৃথিবীতে কেউ করেনি।

‘আইনমন্ত্রী বিএনপির নেতা-নেত্রীদের কষ্ট দিয়ে আনন্দ পান, আর আনন্দ পান প্রধানমন্ত্রী। এই কারণে যত ধরনের অমানবিক আইনের কথা তুলে বিএনপির নেতা-নেত্রীদের কষ্ট দিয়ে তিনি শেখ হাসিনার কাছে সাধু সাজতে চান, ভালো সাজতে চা্ন, সন্নাসী সাজতে চান।'

বসুন্ধরা হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া আশু আরোগ্য কামনায় আল্লাহতালার কাছে দোয়া চান রিজভী।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাসাসের ৭১ সদস্যের নতুন আহবায়ক কমিটিল অনেকেই ছিলেন অনুপস্থিত।

জাসাসের আহবায়ক হেলাল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিএনপির আবদুস সালাম আজাদ, আমিনুল ইসলাম, উলামা দলের অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, জাসাসের যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, আহসান উল্লাহ চৌধুরী, জাবেদ আহমেদ কিসলু, শাহরিয়ার ইসলাম শায়লা, খালেদুজ্জামান জুয়েল, ফরহাদ হোসেন নিয়ন প্রমূখ উপস্থিত ছিলেন।

Link copied!