গ্রেপ্তার রাকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেসহ দুই মামলা

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২১, ০৫:৫০ পিএম

গ্রেপ্তার রাকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেসহ দুই মামলা

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে আটক নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা এবং মাদক আইনে দুটি মামলা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার( ৫ অক্টোবর) মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই মামলা দুটি দায়ের করা হয় বলে বুধবার(৬ অক্টোবর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান  এবং উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তা আ ন ম ইমরান খান গ্রেপ্তার রাকার ব্যাপারে র‌্যাব জানান, তিনি (নুসরাত শাহরিন রাকা) রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উসকানিমূলক তথ্য প্রচার করছিলেন। এতে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা ছিল।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে র‌্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন এবং মাদক আইনে দুটি মামলা দায়ের করেছে। আটক রাকা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আজ তাকে আদালতের কাছে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।

মঙ্গলবার (৫অক্টোবর) মঙ্গলবার ভোরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নুসরাত শাহরিন রাকাকে আটক করে। এসময় তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, পাসপোর্ট ও আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। পরে দুই মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নুসরাত শাহরিন রাকা এবং তার ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী বিতর্কিত উপস্থাপক ড. কনক সারোয়ার। 

কে এই নুসরাত শাহরিন রাকা

র‌্যাবের হাতে গ্রেপ্তার নুসরাত শাহরিন রাকা যুক্তরাষ্ট্রপ্রবাসী বিতর্কিত উপস্থাপক ড. কনক সারোয়ারের বোন। র‌্যাব সূত্র জানায়, ‘বিদেশে পলাতক’ অবস্থায় সাংবাদিক এবং টিভি উপস্থাপক কনক সারোয়ার দীর্ঘদিন ধরে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত। তার বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা রয়েছে।

কনক সারোয়ার দেশে বেশকিছু দিন কারাবন্দি ছিলেন । পরে জামিনে জেল থেকে বেরিয়ে তিনি বিদেশে পালিয়ে যান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে  তিনি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটনায় লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

Link copied!