নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ছিলেন ২০১৩ সালে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের ৩ নম্বর ভবনের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ সময় সামিয়া আফরিন প্রীতি (২৪) নামে এক রিকশাযাত্রীও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন নিহত জাহিদুল ইসলাম টিপুর ব্যক্তিগত গাড়িচালক মুন্না।
জানা যায়, ২০১৩ সালের ২৯ জুলাই রাতে রাজধানীর গুলশানের শপার্স ওয়ার্ল্ডের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই মামলার আসামি ছিলেন জাহিদুল ইসলাম টিপু। এ ছাড়া তাঁর নামে ২০১৬ সালে বাবু নামের এক ব্যক্তিকে হত্যার আরেকটি মামলা রয়েছে।
আরও পড়তে পারেন: রাজধানীর শাহজাহানপুরে গুলিতে আ.লীগের নেতাসহ নিহত ২
বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাহিদুল মাইক্রোবাসে বাসায় ফিরছিলেন। শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জাহিদুল ও তাঁর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় জাহিদুলের গাড়ির পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলেন কলেজশিক্ষার্থী প্রীতি। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে তিনিও বিদ্ধ হন।
পরে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহত প্রীতি বদরুন্নেসা কলেজের ছাত্রী বলে জানা গেছে।