ঢাকা কলেজের সঙ্গে সংহতি জানিয়ে আইডিয়ালের ছাত্রদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২২, ১০:০৮ পিএম

ঢাকা কলেজের সঙ্গে সংহতি জানিয়ে আইডিয়ালের ছাত্রদের বিক্ষোভ

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকালে সায়েন্সল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাসে আসেন তারা। মিছিলে ‘ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ঢাকা কলেজ’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রথমে ঢাকা কলেজের প্রধান গেটে অবস্থান নিলেও পরে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে। প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন তারা।

আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলেন, “কোনো ধরনের আঘাত এলে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব।”

শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীরা ও আইনশৃঙ্খলা বাহিনী যে আচরণ করেছে, তা কোনোভাবেই কাম্য নয়৷ সাধারণ শিক্ষার্থী হিসেবে তীব্র নিন্দা জানানোর জন্যই এসেছেন তাঁরা। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন।

মঙ্গলবার দিনভর নিউমার্কেটসহ আশপাশের এলাকার সব সড়ক অবরুদ্ধ থাকার পর বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায়। আগের দিন সন্ধ্যার পর ছোট ও মাঝারি যানবাহন চলাচল শুরু হলেও আজ সকাল থেকেই রাস্তায় নেমেছে গণপরিবহনসহ সকল যানবাহন।

Link copied!