দক্ষিণ আফ্রিকা ফেরত ৭ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২১, ০৮:৪১ পিএম

দক্ষিণ আফ্রিকা ফেরত ৭ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা থেকে আসা সাত প্রবাসীকে তাদের নিজবাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া ফিরেছেন। তাদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় একজন, কসবা উপজেলায় তিনজন, নবীনগর উপজেলায় একজন ও সদর উপজেলার দুজন রয়েছেন।

দক্ষিণ আফ্রিকা থেকে ওই সাত প্রবাসী হলেন- আলীশা, আলমগীর হোসেন ভূঁইয়া, তাহেরা আক্তার, লোকমান মিয়া, আল আমিন, রাজু সরকার ও আতিকুর রহমান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ দ্য রিপোর্টকে বলেন, “ ডিসির সভাপতিত্বে ওই সভায় করোনার নতুন ধরন নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে আসা সাত প্রবাসীর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে আখাউড়া স্থলবন্দরে কড়াকড়িভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা বলা হয়েছে।”

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান গণমাধ্যমে বলেন. “আমারা জানতে পেরেছি সাতজন প্রবাসী এসেছেন। তাদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এ বিষয়ে গণমাধ্যমে বলেন, “তিনজনকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।” ১৪ দিন পর তাদের পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, আমরা এখনও আফ্রিকা ফেরতদের চিহ্নিত করতে পারিনি। তাদের খোঁজ করা হচ্ছে।

Link copied!