দ্বিতীয় ধাপ ইউপি নির্বাচন: সারাদেশে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২১, ১২:২৩ এএম

দ্বিতীয় ধাপ ইউপি নির্বাচন: সারাদেশে নিহত ৬

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সারাদিনে চট্টগ্রাম, নরসিংদী, কুমিল্লা ও কক্সবাজারে আলাদা আলাদা তাদের মৃত্যু হয়।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় লেলাং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শফি (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে লেলাং ইউপির ৮ নং ওয়ার্ডের তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই প্রার্থী জামাল পাশা ও মুরাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শফি নিহত হন। নিহত শফি কার সমর্থক তা নিশ্চিত হওয়া যায়নি।

নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। নিহতরা হলেন- বাঁশগাড়ি এলাকার মো. সালাউদ্দিন (৩০), এলাকার জাহাঙ্গীর (২৬) ও দুলাল মিয়া (৫০)।

সালাউদ্দিনের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ভোরে গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়।

কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শাওন নামে আরো একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আমিরাবাদ সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনে ভোট চলাকালে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আক্তারুজ্জামান পুতু (৩৫) নামে একজন। এসময় আরও ছয়জন আহত হন। খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত আকতারুজ্জামান খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই।

Link copied!