নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় এখনো মামলা নেই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২২, ০২:২২ পিএম

নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় এখনো মামলা নেই

নিউমার্কেট এলাকায় দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এখনও মামলা হয়নি। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের নিউমার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকজ্জামান এ তথ্য জানিয়েছেন।

শরীফ ফারুকজ্জামান বলেন, “এখনো মামলা হয়নি। তবে মামলা হবে। পুলিশের ওপর হামলা, সম্পদের ক্ষতি এবং হত্যা মামলা হবে।”

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আজ সকালে জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকলে শীঘ্রই মার্কেট খুলে দেওয়া হবে। তিনি বলেন, “পরিস্থিতি যাতে আর ঘোলা না হয়, সেজন্য আমি বলেছিলাম আজ দুপুর পর্যন্ত অপেক্ষা করে পরিস্থিতি দেখে তারপর দোকান খুলতে। এখন পর্যন্ত পরিস্থিতি অনুকূলে, যদি এরকম থাকে আমরা শীঘ্রই মার্কেট খুলে দেবো।”

সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। খবর সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হন অন্তত ১২ জন সাংবাদিক। হামলা থেকে রেহাই পায়নি অ্যাম্বুলেন্সও।

সংঘর্ষের কারণে গতকাল প্রায় পুরো দিন রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডের সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এর প্রভাবে আশপাশের সড়ক কার্যত অচল হয়ে পড়ে। নীলক্ষেত ও নিউমার্কেট এলাকার বিপণিবিতানগুলো খোলা সম্ভব হয়নি।

Link copied!