নভেম্বর ২২, ২০২১, ০৪:১১ এএম
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যেসব বাংলাদেশি দর্শক গ্যালারিতে বসে পাকিস্তানী পতাকা উড়িয়েছেন পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
রবিবার (২১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকরা এ বিষয়টি নজরে আনলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন।
রাজধানী মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলাকালীন কিছু বাংলাদেশি পাকিস্তানের সমর্থন করে 'পাকিস্তান জিন্দাবাদ' বলেও গলা ফাটিয়েছেন।
বিষয়টিকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, “এটা আসলে দুর্ভাগ্যজনক। একটা দলকে যেকেউ সাপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে খেলার দিন অন্য দলকে সাপোর্ট করা শোভনীয় মনে হবে না। আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন। আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেব।”
মন্ত্রী আরও বলেন. “তারা বাংলাদেশের নাগরিক কি না, আমিও ঠিক জানি না। শুনলাম, আমরা বসে দেখবো ইনশাল্লাহ।”
৬১৮ দিন পর গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পায় বাংলাদেশের দর্শকরা। এ নিয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না ক্রিকেটপ্রেমীদের। দল হারের বৃত্তে বন্দি থাকলেও মাঠে ছুটে গেছেন হাজারও দর্শক। গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য গলা ফাটিয়েছেন তারা। এদিন গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদের পাকিস্তানকে সমর্থন করতেও দেখা গেছে। যা দেখে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। মর্মাহত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করে মাশরাফি লিখেন, “খেলার সঙ্গে কোনো কিছু মেলানো যায় না, এটা ঠিক। খেলাটা যখন আমাদের দেশে আর খেলছে আমাদের দেশ, সেখানে অন্য যে দেশ খেলুক না কেন, তাদের পতাকা তাদের দেশের মানুষ ছাড়া আমাদের দেশের মানুষ উড়াবে, এটা দেখে সত্যি কষ্ট লাগে। যে যাই বলুক, ভাই দেশটা কিন্তু আপনার।”