মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে অন্তত ১৭ টি যানবাহন নিয়ে একপাশ কাত হয়ে ‘শাহ আমানত’ নামের একটি ফেরি ডুবে গেছে। হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে শাহ আমানত ফেরি। ওই সময় ফেরি থেকে দুই-তিনটি যানবাহন নামার পরপরই একপাশ কাত হয়ে ওই ফেরি ডুবে যায়।
এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে বলেও জানিয়েছেন তিনি। উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ‘জাহাজ হামজা’ র কর্মীরা। এছাড়া মুন্সিগঞ্জ থেকে যাচ্ছে ‘জাহাজ প্রত্যয়’।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা গণমাধ্যমকে জানান, ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে এটি নোঙর করে ফেরিটি। এরপর ফেরি থেকে ২-৩ তিনটি যানবাহন নামার পরই ফেরিটি ডুবে যায়।
তিনি আরও জানান, ফেরিতে ১৭ ট্রাক, মোটরসাইকেল ও কয়েকটি ছোট যান ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।