আলো ফিরে পেলেন শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২২, ০৯:৩৬ এএম

আলো ফিরে পেলেন শাবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ

বাসভবনে বিদ্যুৎ-সংযোগ ফিরে পেলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। তার পদত্যাগ দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা সোমবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিচ্ছিন্ন করে রাখা বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে দেন। ফলে বাসভবনে আলো ফিরে পান উপাচার্য। 

এর আগে গত রবিবার রাত সোয়া সাতটার দিকে উপাচার্যের বাসভবনের বিদ্যুতের তারটি কেটে দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে বাসভবন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল। উপাচার্যের বাসভবনে খাদ্য সরবরাহও সোমবার বন্ধ করে দিয়েছিলেন শিক্ষার্থীরা। 

শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে টানা ১১ দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

বিদ্যুৎ-সংযোগ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি বলেন, উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ চালু করা হয়েছে। এতে বাসভবনের ভেতরের আলো জ্বলে উঠেছে। বিদ্যুৎ-সংযোগটি শিক্ষার্থীরাই চালু করেছেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী মো. হাসিবুর রহমানও উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ-সংযোগ পুনরায় চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সূত্রপাত ১৩ জানুয়ারি। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। ১৫ জানুয়ারি সন্ধ্যায় ছাত্রীদের আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ। ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে ও তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Link copied!