ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশসহ আহত ২০

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৪, ২০২১, ০৬:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: পুলিশসহ আহত ২০

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নের সৈয়দটুলা খন্দকারপাড়া ও কুট্টাপাড়া ডাইনপাড়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে কুট্টাপাড়া গ্রামের কামারবাড়িসংলগ্ন খালি জমিতে খন্দকারপাড়া ও ডাইনপাড়ার একদল কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে কিশোরদের মধ্যে বিরোধ শুরু হয়। বিরোধের জেরে দুপুর ১২টার দিকে খন্দকারপাড়া ক্রিকেট দলের সদস্যরা ডাইনপাড়ার দলের সজিব মিয়াকে (১৯) মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

কিছুক্ষণ পর দুই গ্রামবাসী বল্লম, ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে দুই পাড়ার মাঝখানের জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৫ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২০ জন।

আহতরা হলেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নামে আরেক এসআই, পুলিশ সদস্য জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও শাহিদুল ইসলাম। আহত অন্য ব্যক্তিরা হলেন রাজন মিয়া (২৫), আমিনা বেগম (২৫), সজিব মিয়া ও আমির খন্দকার।

তারা সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত বাকিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। তাদের মধ্যে খন্দকার পাড়ার আমিনা বেগমকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!