শিক্ষার্থীদের দিতে প্রস্তুত ২ কোটি ডোজ টিকা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১, ২০২১, ১০:২৫ পিএম

শিক্ষার্থীদের দিতে প্রস্তুত ২ কোটি ডোজ টিকা

সারাদেশে শিক্ষার্থীদের দিতে প্রয়োজন প্রায় ৩ কোটি টিকা। এর মধ্যে ২ কোটি ডোজ টিকা নিশ্চিত হয়েছে। সোমবার (০১ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচির উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারা দেশের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ৩ কোটি ডোজ টিকার মধ্যে প্রায় ২ কোটি ডোজ টিকার সংস্থান হয়ে গেছে।

১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য ফাইজার উপযুক্ত ভ্যাকসিন উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘এ ভ্যাকসিনের কার্যকারিতা সব থেকে বেশি পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও শিশুদের ফাইজারের ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দিয়েছে’।

তিনি আরো বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রায় তিন কোটি ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘দেশে এখন পর্যন্ত ৯৬ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন এসেছে। এর মধ্যে ১৪ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। হাতে আছে ৮২ লাখ ডোজ’। খুব দ্রুতই ফাইজারের আরও ৯২ লাখ ডোজ ভ্যাকসিন চলে আসবে বলেও জানান তিনি।

প্রাথমিক পর্যায়ে ঢাকার ৮ টি কেন্দ্রে প্রতিটি থেকে ৫ হাজার করে দিনে প্রায় ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। যেহেতু ফাইজারের টিকাটি বিশেষ তাপমাত্রায় রাখতে হয়, তাই সব ব্যবস্থা ঠিক করে দ্রুতই সারা দেশেরই ১২-১৭ বছর বয়সি শিশুদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের টিকা নেওয়ার আগে ও পরেও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষামন্ত্রী এ সময় স্বাস্থ্যমন্ত্রীর প্রশংসা করেন।

Link copied!