সরিয়ে দেওয়া হল বঙ্গবন্ধু সাফারী পার্কের প্রকল্প পরিচালককে

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৩:৩০ এএম

সরিয়ে দেওয়া হল বঙ্গবন্ধু সাফারী পার্কের প্রকল্প পরিচালককে

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রকল্প পরিচালক জাহিদুল কবিরকে সরিয়ে দেওয়া হয়েছে।  বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এর বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মোল্যা রেজাউল করিমকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক, গাজীপুর এর এ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পে নতুন প্রকল্প পরিচালককে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে ৩১ জানুয়ারি বন অধিদপ্তরের এক আদেশে সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান এবং বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকার নাইনকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে বন অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তার স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম ও ডুলহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে পদায়ন করা হয়।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে ৯টি জেব্রা মারা যায়। ওই ঘটনায় প্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেশের বিভিন্ন ল্যাবে নমুনা পাঠিয়ে প্রতিবেদন সংগ্রহ করেন। পরীক্ষায় প্রাপ্ত ২৩টি প্রতিবেদন নিয়ে বিশেষজ্ঞ দল ২৫ জানুয়ারি মঙ্গলবার পার্কের ঐরাবতী বিশ্রামাগারে বৈঠক করেন। বৈঠক শেষে বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ড জানায়, মারামারি করে চারটি এবং অন্যান্য পাঁচটি জেব্রা ইনফেকশনাল ডিজিজে মারা গেছে। পরে বোর্ডের সদস্যরা ধুয়ে পরিষ্কার ট্রে’র মধ্যে প্রাণীদের ঘাস পরিবেশন করা, কৃমিনাশক ওষুধ প্রয়োগ, বিভিন্ন ধরণের ব্যাকটেরিয়া প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগ করাসহ ১০ দফা সুপারিশ করেন।

Link copied!