সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ০৬:৩৪ পিএম

সাম্প্রদায়িক সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ হাইকোর্টের

এ বছর শারদীয় দুর্গাপূজার সময় দেশজুড়ে চলা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় কুমিল্লাসহ আরও ছয়টি জেলার চিফ জুডিশিয়াল এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্য পাঁচ জেলা হলো- চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, রংপুর ও ফেনী। 

আগামী ৬০ দিনের মধ্যে আদালত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।  

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।

একইসঙ্গে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার এবং পুলিশ সুপারদের কাছে জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

হিন্দু সম্প্রদায়ের জীবন, সম্পদ ও উপাসনালয়ের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নিতে বিবাদীদের কেন নের্দশ দেওয়া হবে না- তাও জানতে চেয়েছে আদালত।

উল্লেখ্য, দুর্গা পূজার সময় কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে কুমিল্লা হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয় হিন্দু সম্প্রদায়।

এসব ঘটনায় গত ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী অনুপ কুমার সাহা ও মিন্টু চন্দ্র দাস রুল ও নির্দেশনা চেয়ে হাই কোর্টে এই রিট আবেদন করেন।

Link copied!