জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। রবিবার (১০ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তার জামিন দেন আদালত। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
রবিবার (১০ অক্টোবর) হাজিরা দিতে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি। এ দিন তার জামিনের আবেদন করা হয়।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘সকালে হাজিরা দিতে আদালতে আসেন পরীমনি। পরে আদালতে জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দিয়েছেন’।
এর আগে পরীমনির আইনজীবী জানিয়েছিলেন, রবিবার (১০ অক্টোবর) তার (পরীমনি) জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন অথবা মেয়াদ বাড়ানোর আবেদন করা হবে।
এর আগে, গত ৪ আগস্ট বিকালে পরীমনির বনানীর ১২ নম্বর সড়কের বাসায় অভিযান চালায় র্যাব। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তারপর, মাদক মামলায় পরীমনিকে ৫ অগাস্ট ৪ দিন এবং ১০ অগাস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ১৩ আগস্ট শেষে কারাগারে পাঠানো হয়। এরপর ১৯ অগাস্ট তৃতীয় দফায় আবরো ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ২১ অগাস্ট ফের তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার জামিন মঞ্জুর করেন। পরদিন তিনি কারামুক্ত হন।
এদিকে গত ৪ অক্টোবর মাদক মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখায় অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে নাম থাকা অপর দুই আসামি হলেন, পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও পরীমনির খালু মো.কবীর হাওলাদার।