স্বতন্ত্র প্রার্থীকে মারধর, ডোবায় ফেলল নৌকার প্রার্থীর লোকেরা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ১০:১০ পিএম

স্বতন্ত্র প্রার্থীকে মারধর, ডোবায় ফেলল নৌকার প্রার্থীর লোকেরা

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়ীতে এক স্বতন্ত্র প্রার্থীকে মারধর করে ডোবায় ফেলার অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই স্বতন্ত্র প্রার্থীর তিনজন অনুসারীও আহত হয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে ভোট চলার সময়ে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হামলার শিকার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নাম দিদার হোসেন। তিনি উপজেলার ৯নং দেওটি ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান। তবে বিএনপি দলীয়ভাবে নির্বাচন বয়কট করায় তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভুক্তভোগী স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করে বলেন, “দুপুরের দিকে দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। কেন্দ্র থেকে বাহির হওয়ার কিছুক্ষণ পর নৌকার সমর্থক কিং মোজাম্মেলের লোকজন তার ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করে একটি ডোবায় ফেলে দেয়।” বেশ কয়েকটি ভোট কেন্দ্রে প্রবেশ করতে নৌকার সমর্থকরা বাধা দেয় বলেও তিনি অভিযোগ করেন।

তবে  নৌকা প্রতীকের প্রার্থী নুরুল আমিন শাকিল তার ওই  অভিযোগ নাকচ করে দিয়ে গণমাধ্যমে বলেন, “দিদার মাটিতে পড়ে গায়ে কাদা মেখে নাটক করেছে। উল্টো দিদারের সমর্থকদের হামলায় আমার ২০-২২ জন অনুসারী আহত হয়। আমার কোনো সমর্থক তার ওপর হামলা চালায়নি।”

এদিকে,সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, বুধবার দুপুরে ভোটগ্রহণ চলাকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ওই ধরণের কোনো অভিযোগ পাওয়া যায়নি।” এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিয়টি তদন্ত সাপক্ষে  আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

Link copied!