হাফ ভাড়া আন্দোলনের সাথে তথ্য প্রতিমন্ত্রীর একাত্মতা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৪, ২০২১, ০২:০০ এএম

হাফ ভাড়া আন্দোলনের সাথে তথ্য প্রতিমন্ত্রীর একাত্মতা প্রকাশ

বাসে হাফ ভাড়া দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর বকশিবাজারে ও সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের  আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, “চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবীগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে কথা বলব।” প্রতিমন্ত্রীর কথায় ছাত্র ছাত্রীরা আশ্বস্ত হলে তাদের আন্দোলন স্থগিত করে।

এর আগে, সারাদেশের সব গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। রাজধানীর বকশিবাজার মোড়ে অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি থেকে এ আল্টিমেটাম দেয়া হয়।

এ সময় নিজেকে সাত কলেজ আন্দোলনের ‘প্রধান সমন্বয়ক দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “আমরা চাই অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা হোক। গণপরিবহনে লাগামহীন ভাড়া একজন শিক্ষার্থীর জন্য বোঝা।”

আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আরও বলেন, “গণপরিবহনগুলোতে ছাত্রী ও নারীরা নানা হয়রানির শিকার হয়। এসব হয়রানি বন্ধ করতে হবে। তাদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে হবে।   সাধারণ শিক্ষার্থীদের কোনো দাবি মানা হচ্ছে না। আমাদের দাবি মেনে নেন, নয়তো আমরা রাজপথ ছাড়বো না।”

সরকারিভাবে প্রজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর করা এবং ছাত্রী ও নারীদের জন্য নিরাপদ যাত্রা নিশ্চিত করতে দুটি দাবি জানান তারা।

Link copied!