'হাফ ভাড়ার' বিষয়ে বাস মালিকপক্ষকে যা বলল বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৬, ২০২১, ১২:৫১ এএম

'হাফ ভাড়ার' বিষয়ে বাস মালিকপক্ষকে যা বলল বিআরটিএ

গণপরিবহনে শিক্ষার্থীদেরকে কতটুকু ভাড়া ছাড় দিলে ক্ষতি নেই, তা সাত দিনের মধ্যে আলোচনা করে প্রস্তাব দিতে মালিকপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বিআরটিএ অডিটোরিয়ামে সচিবদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বাস মালিকপক্ষকে এ নির্দেশনা দেয় বিআরটিএ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে ওই বৈঠকে অংশ নেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), পরিবহন মালিক সমিতির প্রতিনিধি ও শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিরা।

বিআরটিএ সূত্র জানায়, সভার সূচনা বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা বাসে হাফ ভাড়া নেওয়ার দাবি জানিয়ে আসছে। তাদের এই দাবিটি আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। এ বিষয়ে সবার মতামত প্রয়োজন।”

বাসে ‘হাফ ভাড়া’র দাবিতে গেল কয়েক দিন ধরে রাজধানীতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। তাদের এই দাবির প্রেক্ষিতে সচিবদের সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

তেলের দাম বাড়ানোর পরে বাস ভাড়া বাড়ানো হয়। এরপর সড়কে মোটামুটি নৈরাজ্য শুরু হয়েছে। এরই মধ্যে হাফ ভাড়ার দাবিতে সড়কে নেমেছে শিক্ষার্থীরা। তাদের এই দাবিকে যৌক্তিক আখ্যা দিয়ে এতে সমর্থন দিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠন।

তেলের দাম বাড়ানোর পরে বাস ভাড়া বাড়ানো হয়। এরই মধ্যে হাফ ভাড়ার দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এর আগে, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। তাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আশা করছি, সভা থেকে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে।”

ওবায়দুল কাদের আরও বলেন,“পাশাপাশি শনিবার(২৭ নভেম্বর) বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে বসে এ ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা রাখি।”

প্রসঙ্গত, বাসে হাফ ভাড়ার দাবিতে রাজধানীতে বেশ কয়েক দিন ধরে শিক্ষার্থীরা সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে। বৃহস্পতিবারও তারা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

Link copied!