হাসপাতালে যেয়ে আহত ছাত্রদল নেতাকর্মীদের পাশে রিজভী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৩, ২০২১, ০২:০১ এএম

হাসপাতালে যেয়ে আহত ছাত্রদল নেতাকর্মীদের পাশে রিজভী

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ থেকে স্লোগান সহকারে যাওয়ার পথে কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্রদল নেতাকর্মীদের খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার (২২ নভেম্বর)বিকেল ৪ টার দিকে তিনি রাজধানীর হেল্থ এইড হাসপতালে যান।এসময় আহত ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে কর্তব্যরত ডাক্তারের সঙ্গে কথা বলে আহতদের অবস্থা সম্পর্কে অবহিত হন।

এসময় রুহুল কবির রিজভীর সঙ্গে অন্যদের মধ্যে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সহ সভাপতি মামুন খান,ওমর ফারুক কাওসার,স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল কবির উপস্থিতি ছিলেন। 

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশে অংশগ্রহণ করে ছাত্রদল নেতাকর্মীরা।পরে স্লোগান সহকারে হাইকোর্টের সামনে দিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে  অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন বলে ছাত্রদল দাবি করে।আহতদের বেশিরভাগই রাজধানীর হেল্থ এইড হাসপতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।

এর আগে, গত শনিবার (২০ নভেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে দলটি সোমবার (২২ নভেম্বর) ঢাকাসহ সারাদেশে সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেয়।  ওইদিন বিকেলে দিনব্যাপী গণঅনশন শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা করেন।

ঢাকার কর্মসূচি জাতীয় প্রেসক্লাবের সামনে ও দেশের মহানগরগুলোতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “খালেদা জিয়ার মুক্তির ও চিকিৎসার দাবি আদায় না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।” এ সময় দলীয় নেতা কর্মীদের দুহাত তুলে শপথ করান তিনি।

Link copied!