দেশে ২০২১ সালে ৪৬০০ টি সড়ক দুর্ঘটনায় ৫৫০০ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৫০০ জন। দেশের সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন এই তথ্য জানিয়েছে।
দেশের সাতটি জাতীয় দৈনিক এবং পাঁচটি অনলাইন ও টিভির সংবাদ থেকে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে এই পরিসংখ্যান জানিয়েছে।
শনিবার (১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এপ্রসঙ্গে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, “আমাদের হিসাবে থাকা ৫৫৫৩ জনের বাইরেও আরও অন্তত ১০০০ জনের অধিক মানুষ এসব সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। কেননা, আমরা এসব দুর্ঘটনার পর যারা হাসপাতালে চিককিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের আমলে আনতে পারিনি।”
তিনি আরও বলেন, “আমাদের তথ্যমতে, গত কয়েক বছরের তুলনায় এবছর সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে সবচেয়ে বেশি।”
সড়ক ব্যবস্থাপনায় সরকারের গাফিলতিকে দায়ী করে সাইদুর রহমান এব্যাপারে সরকারের যথোপযুক্ত পদেক্ষেপ দাবী করেন।
রোড সেফটি ফাউন্ডেশনের গবেষণা বলছে, সাধারণত সকালবেলার দিকেই সড়ক দুর্ঘটনাগুলো বেশি ঘটেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মারা গেছেন পথচারীরা। প্রতিবেদনে বলা হয়েছে, বেপরোয়া গাড়ি চালানোই অধিকাংশ দুর্ঘটনার প্রধান কারণ।
উল্লেখ্য, বিগত এক বছরে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে।