৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সায়েন্সল্যাব ছাড়ল শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২১, ১০:১৫ পিএম

৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে সায়েন্সল্যাব ছাড়ল শিক্ষার্থীরা

বাসভাড়া হাফ করার দাবি পূরণে ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে রাজধানীর সায়েন্সল্যাব থেকে সরে গেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে শুরু হওয়া সমাবেশ শেষ হয় বেলা দেড়টার দিকে।

বাসে হাফ ভাড়ার দাবিতে অন্যান্য দিনের মতো মঙ্গলবারও আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ঢাকা কলেজ, আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের সড়ক অবরোধে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুপুরে সায়েন্সল্যাব মোড় ও ফুটওভার ব্রিজের নিচের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেন। শিক্ষার্থীরা জানান, “আমাদের দীর্ঘদিনের দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করা। কিন্তু দীর্ঘ দিনেও তা বাস্তবায়ন হয়নি।”

শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকরা বিভিন্ন সময়ে খারাপ আচরণ করেছে জানিয়ে এসব বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, “ আমরা এসব ঘটনার বিচার চাই এবং হাফ ভাড়া নিশ্চিত করতে সরকারের প্রজ্ঞাপন চাই।”

শিক্ষার্থীরা আরও জানায়, “বাসে হাফ ভাড়া দাবি পূরণে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দাবি পূরণ না হলে আবারও তারা সড়ক অবরোধসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।”

এর আগে এদিন বেলা ১১টার দিকে রাজধানীর বকশি বাজার মোড়ে অবস্থান কর্মসূচী থেকে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের জন্য সারাদেশের সব গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।

অর্ধেক ভাড়ার প্রজ্ঞাপন এবং ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করার দাবিতে বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

Link copied!