অর্থ আত্মসাতের অভিযাগে প্রতারণা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির অন্যতম প্রধান এজেন্ট মো রেদোয়ান রহমান (২২) ও টুইন্টিফোর টিকিট ডটকমের পরিচালক এম মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তারা ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করছিল বলে সিআইডি জানায়।
সোমবার (১১ অক্টোবর) সকালে সিআইডির সদর দফতরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক কামরুল হাসান এসব তথ্য জানান।
অনলাইন টিকেটিং এজেন্সি ‘টোয়েন্টিফোর টিকেট ডটকম এর পরিচালক এম মিজানুর রহমান সোহেল একটি জাতীয় দৈনিকের অনলাইন ইনচার্জ হিসেবে কর্মরত জানিয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক বলেন, রবিবার (১০ অক্টোবর) পুরান ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা থেকে এই প্রতিষ্ঠানের পরিচালক রফিকুল হাসানকেও গ্রেপ্তার করে সাইবার পুলিশ।
তিনি আরো জানান, ২০১৯ সালের মে মাসে যাত্রা শুরু করে অনলাইন টিকেটিং এজেন্সি টোয়েন্টিফোর টিকেট ডটকম। তাদের বিরুদ্ধে প্রতারণা, অর্থআত্মসাৎ ও মানিলন্ডারিং আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ফেসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে দুই বছরে ৫০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ ও ডিজিটাল প্রতারণা করছিল।
এদিকে, ই-কমার্স প্রতিষ্ঠান রিং আইডির অন্যতম প্রধান এজেন্ট মো রেদোয়ান রহমানকে (২২) রাজধানীর কামরাঙ্গীর চর থেকে সাইবার পুলিশ গ্রেপ্তার করেছে জানিয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক কামরুল হাসান বলেন, সে আইডি খোলার নাম করে এবং আয়ের প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো।
অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক কামরুল হাসান আরও বলেন, জিজ্ঞাসাবাদে রেদোয়ান জানায় ২০১৮ সাল থেকে রিং আইডিতে ইউজার হিসেবে যাত্রা শুরু করে। গত ৭/৮ মাস পূর্বে রিং আইডিতে এজেন্ট হিসেবে নিয়োগ পায়। তখন থেকে ৬০০ এর বেশি আইডি বিক্রি করে ১ কোটির বেশি টাকা আত্মসাৎ করেছে।