‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে আনতে পারা বড় সৌভাগ্য’

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৪, ২০২১, ০১:১৭ এএম

‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে আনতে পারা বড় সৌভাগ্য’

গত এক দশকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে আসতে পারা আমার জন্য একটি বড় সৌভাগ্য-বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে মালদ্বীপের সংসদ পিপলস মজলিসে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “কোনো একক দেশ চাইলেই উন্নয়ন করতে পারে না৷ সবার সহযোগিতার দরকার হয়।”

এ সময় শেখ হাসিনা বাংলাদেশের সমৃদ্ধির জন্য মালদ্বীপ সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

প্রথমবারের মতো মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন সকালে শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে সামরিক কায়দায় তাকে সালাম জানান প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরা। রীতি অনুযায়ী বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত। ছিল গান স্যালুটের আয়োজনও।

অভ্যর্থনা পর্বে উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনা উপভোগ করেন ইব্রাহিম সলিহ ও শেখ হাসিনা।

এবারের সফরে বন্ধুত্বের নিদর্শন হিসেবে দ্বীপরাষ্ট্রটিকে ১৩টি সামরিক যান উপহার হিসেবেও তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link copied!