পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় করেছে শ্রীলংকা। ৬ষ্ঠবারের মত এশিয়ার সেরা হয়েছে দেশটি। ইতিহাসে ভারতের পর সবচেয়ে বেশি এশিয়া কাপ জয়ী ক্রিকেটে। অসাধারণ ফিল্ডিং ও বোলিংয়ে শিরোপা জিতল দ্বীপদেশটি।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭০ রান করে আগে ব্যাট করে শ্রীলংকা। জবাবে ১৪৭ রানে অলআউট পাকিস্তান। ২৩ রানের জয় নিয়ে এশিয়া কাপ ২০২২ জিতল লঙ্কানরা।
পাকিস্তানের দুজন ব্যাটসম্যান ছাড়া কারো স্কোর বলার মত নয়। মোহাম্মদ রিজওয়ান ৫৫ রান করেন ৪৯ বল খেলে। ইফতেখার ৩২ রান করেন তাও ৩১ বল খেলে। পাকিস্তান কোনভাবে ম্যাচটি জেতার পজিশনে আসতে পারেনি। মাদুসান ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৪ উইকেট। অন্যদিকে ২৭ রানে ৩ উইকেট নেন হাসারাঙ্গা।
এর আগে ভানুকা রাজাপাকসের অপরাজিত হাফ সেঞ্চুরিতে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে শ্রীলংকা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৫তম আসরে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৫৮ রানেই ৫ উইকেট হারায় শ্রীলংকা। সেখান থেকে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে দলকে বড় স্কোর এনে দেন রাজাপাকসে। ৪৫ বলে ৭১ রানে অপরাজিত থাকেন তিনি।
এ ছাড়া হাসারাঙ্গা ডি সিলভার ২১ বলে ৩৬ রানও শ্রীলংকার স্কোরে বড়সড় অবদান রাখে। দলের চরম বিপর্যয়ে ষষ্ঠ উইকেটে রাজাপাকসের সাথে ৩৬ বলে ৫৮ রানের জুটি গড়েন হাসারাঙ্গা। এছাড়াও সপ্তম উইকেটে চামিকা করুনারতেœকে নিয়ে ৩১ বলে অবিচ্ছিন্ন ৫৪ রান যোগ করে দলীয় স্কোর বড় করেন রাজাপাকসে।
বিস্তারিত আসছে............