করোনায় বিশ্বে একদিনে ৬,৩৯৬ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২১, ০৯:৩৮ এএম

করোনায় বিশ্বে একদিনে ৬,৩৯৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা অঅরও কমেছে। তবে বিশ্বব্যাপী বেড়ে গেছে সক্রিয় রোগীর সংখ্যা। সোমবার (১২ জুলাই) বিশ্বে মৃত্যু সংখ্যা ৪০ লাখ ৪৯ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্তের সংখ্যা  ছাড়িয়েছে ১৮ কোটি ৭৬ লাখ। বিশ্বে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। 

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, সোমবার (১২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময়) সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪০ লাখ ৪৯ হাজার ৭১ জন মারা গেছেন। রবিবার (১১ জুলাই) পর্যন্ত এই সংখ্যা ছিল ৪০ লাখ ৪২ হাজার ৬৭৫। শনিবার পর্যন্ত মারা যায় ৪০ লাখ ৩৫ হাজার ১৭৫ জন। শুক্রবার পর্যন্ত এই সংখ্যা  ছিল  ৪০ লাখ ২৬ হাজার ১৮৬।

এই হিসেবে সোমবার গত ২৪ ঘন্টায় বিশ্বে  মারা গেছেন ৬ হাজার ৩৯৬ জন।  রবিবার (১১ জুলাই) গত ২৪ ঘন্টায় মারা যায় ৭ হাজার ৫০০ জন। শনিবার গত ২৪ ঘন্টায় মারা যায় ৮ হাজার ৯৮৯ জন। শুক্রবার (০৯ জুলাই) একদিনে ৮ হাজার ৫৬৪ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় মারা যায় ৮ হাজার ৬৪১ জন। বুধবার একদিনে ৮ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়। মঙ্গলবার (০৬ জুলাই) গত ২৪ ঘন্টায় বিশ্বে মারা যায় ৭ হাজার ২৪৬ জন। সোমবার গত ২৪ ঘন্টায় বিশ্বে মৃত্যু হয় ৫ হাজার ৯৯৭ জনের। রবিবার এই সংখ্যা ছিল ৭ হাজার ৪২১।

করোনায় আক্রান্ত

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি সোমবার (১২ জুলাই) পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৭৫৬ জন। রবিবার (১১ জুলাই) পর্যন্ত এই সংখ্যা ছিল ১৮ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৫০৬ । শনিবার এই সংখ্যা ছিল ১৮ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ৭৯৬। শুক্রবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৮ কোটি ৬৩ লাখ ৩০ হাজার ৬৩৬। বৃহস্পতিবার (০৮ জুলাই) শনাক্ত হন ১৮ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৫৬২ জন। বুধবার পর্যন্ত এই সংখ্যা  ছিল ১৮ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ৩৮৩। মঙ্গলবার (০৬ জুলাই) পর্ডন্ত শনাক্ত হন ১৮ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৫৩০ জন।

এই হিসেবে সোমবার (১২ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ২৫০ জন। রবিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ৪ লাখ ২৬ হাজার ৭১০। শনিবার (১০ জুলাই) একদিনে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৮ হাজার ১৬০ জন। শুক্রবার (০৯ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হন ৪ লাখ ৮৭ হাজার ৭৪ জন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ৪ লাখ ৬২ হাজার ১৭৯ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বুধবার একদিনে  শনাক্ত হন ৪ লাখ ৫২ হাজার ৮৫৩ জন। মঙ্গলবার(০৬ জুলাই) একদিনে করোনায় শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৬৬ হাজার ৪৭৯ জন। সোমবার (০৫ জুলাই) এই সংখ্যা ছিল ৩ লাখ ২৮ হাজার ১০২ জন।

করোনা থেকে সুস্থ

সোমবার (১২ জুলাই) পর্যন্ত সারা বিশ্বে ১৭ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ২১৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। রবিবার পর্যন্ত সুস্থ হয়েছিলেন ১৭ কোটি ১২ লাখ ৩৭ হাজার ৪৭৭ জন। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৭ কোটি ৮ লাখ ৮৫ হাজার ৭০৮।  শুক্রবার পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৫৫৩ জন। বৃহস্পতিবার (০৮ জুলাই) পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ কোটি ৯ হাজার ৩১২ জন। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৬ কোটি ৯৭ লাখ ২০ হাজার ৩৯৮।

এই হিসেবে সোমবার (১২ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৪১ জন। রবিবার একদিনে ৩ লাখ  ৫১ হাজার ৭৬৯ জন সুস্থ হন। শনিবার (১০ জুলাই) গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ লাখ ১৮ হাজার ১৫৫ জন।শুক্রবার (০৯ জুলাই) গত একদিনে সুস্থ হন ৩ লাখ ৭৭ হাজার ২৪১ জন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় সুস্থ হয় ৩ লাখ ৬৯ হাজার ৯১৪ জন।  বুধবার সুস্থ হন ৪ লাখ ২৪ হাজার ৪৪৭ জন। মঙ্গলবার (০৬ জুলাই) একদিনে সুস্থ হয় ৩ লাখ ৮৮ হাজার ৭৭০ জন। সোমবার গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ২৬৭ জন।

করোনায় সক্রিয় রোগী

বর্তমান বিশ্বে সোমবার (১২ জুলাই) পর্যন্ত সক্রিয় রোগী রয়েছে ১ কোটি ৬০ লাখ ৪৮ হাজার ৫৩৮ জন। রবিবার পর্যন্ত ছিলেন ১ কোটি ৬০ লাখ ২৮ হাজার ২৯ জন। শনিবার  পর্যন্ত এই সংখ্যা ছিল ১ কোটি ৫৯ লাখ ৫৩ হাজার ৮৮। শুক্রবার পর্যন্ত ছিল ১ কোটি ৫৮ লাখ ৬৩ হাজার ৮৩ জন।  বৃহস্পতিবার পর্যন্ত সক্রিয় রোগী ছিল ১ কোটি ৫৭ লা্খ ৫৩ হাজার ২৫০ জন। বুধবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ৯৮৫ । মঙ্গলবার পর্যন্ত সক্রিয় রোগী ছিল ১ কোটি ৫৬ লাখ ৩২ হাজার ৫৭৯ জন। তার আগের দিন (০৫ জুলাই) ছিল ১ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার ৮৭০ জন। 

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে ‘মহামারি’ ঘোষণা করে।

 

Link copied!