গা গরমের ম্যাচে বাংলাদেশকে ১৬১ রানের টার্গেট দিলো আফগানরা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৭, ২০২২, ০৪:৩৮ পিএম

গা গরমের ম্যাচে বাংলাদেশকে ১৬১ রানের টার্গেট দিলো আফগানরা

প্রথম ওয়ার্মআপ ম্যাচে ব্রিসবেনে সোমবার (১৭ অক্টোবর) দুপুর দুইটায় মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। টসে জিতে ব্যাটিং নিয়ে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে আফগানরা। ১৬১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট হাতে জয়ের জন্য নামবে বাংলাদেশ। 

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানরা। জাজাইকে (১৫) মোসাদ্দেক হোসেনের তালুবন্দি করেন তাসকিন আহমেদ। ১৮ বলে ২৬ রান করে রহমানুল্লাহ গুরবাজ ফিরে যান সাকিবের বলে। প্রথম ১০ ওভারে মাত্র ৬৭ রান তোলে আফগানিস্তান। 

দলীয় ৯৮ রানে রাসুলিকে (১২) বোল্ড করেন তাসকিন। ৪৬ রান করে হাসান মাহমুদের বলে ফেরেন ইব্রাহিম জাদরান। এরপর নাজিবুল্লাহ জাদরানকে (৫) ফিরিয়ে নিজের জোড়া উইকেট শিকার করেন হাসান।

১৯তম ওভারে ক্রিজে নামেন মোহাম্মদ নবী। সাকিবের ওভারে দুই ছক্কা ও এক চারে রানের গতি আরও বাড়িয়ে দেন তিনি। শেষদিকে নবীর ১৭ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে ১৬০ রানে থামে আফগানিস্তান।

৩ উইকেট নেন তাসকিন। দুটি করে উইকেট নেন সাকিব ও হাসান মাহমুদ।

আজকের ম্যাচে আফগানদের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ব্রিসবেনে অনুশীলনে প্রস্তুত হলেও দেখা যাক তার প্রতিফলন কতটুকু দেখাতে পারে বাংলাদেশ দল। ব্যাটিং কোচ জেমি সিডন্স শিষ্যদের ওপর আস্থা রাখলেও আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি পরিসংখ্যানটা ভালো নয় বাংলাদেশের। দু'দলের নয় ম্যাচে ছয়টিতে হেরেছে টাইগাররা। জিতেছে তিনটিতে।

এবারের বিশ্বকাপে মূল পর্বে সরাসরি খেলছে বাংলাদেশ। সুপার টুয়েলভে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার মাটিতে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচে প্রস্তুতির সুযোগ পাচ্ছে সাকিবরা। গ্রুপ পর্বেও প্রতিপক্ষ হিসেবে প্রোটিয়াদের পাবে তারা। 

Link copied!