বিশ্বকাপে ঘটেই চলেছে অঘটন। একের পর এক বড় দলকে উড়িয়ে দিয়ে জিতে যাচ্ছে ছোট দলগুলো। গতকাল শ্রীলঙ্কাকে হারালো নামিবিয়া আর আজ ক্যারিবিয়ানদের ৪২ রানে হারালো স্কটিশরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনের প্রথম খেলায় ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভার শেষে ওপেনার জর্জ মুনসের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান করে তারা। আসরের প্রথম অর্ধশতক আসে মুনসের ব্যাট থেকে। খেলেন ৫৩ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস। উইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার ও আলজারি জোসেফ। একটি উইকেট পান ওডিয়েন স্মিথ।
১৬১ রানের লক্ষ্যে শুরুটা বেশ ভালোভাবে হলেও ৫৩ রানে দুই উইকেট হারানোর পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে উইন্ডিজরা। একের পর এক পড়তে থাকে উইকেট। ৭৯ রানেই ড্রেসিংরুমের পথ ধরেন দলের আটজন ব্যাটার। এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন জেসন হোল্ডার ও ওডিয়েন স্মিথ। ১৮ ওভার তিন বলে সব উইকেট হারিয়ে ১১৮ রানে থামে উইন্ডিজদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন জেসন হোল্ডার। স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মার্ক ওয়াট। দুটি করে উইকেট নেন ব্র্যাড হোয়েল ও মাইকেল লিস্ক।
অপরাজিত ৬৬ রানের ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার পান জর্জ মুনসে।
স্কোরবোর্ড:
স্কটল্যান্ড ১৬০/৫ (জর্জ মুনসে ৬৬*, ক্যালম ম্যাকলয়েড ২৩; জেসন হোল্ডার ২-১৪, আলজারি জোসেফ ২-২৮)
ওয়েস্ট ইন্ডিজ ১১৮ (জেসন হোল্ডার ৩৮, কাইল মেয়ার্স ২০; মার্ক ওয়াট ৩-১২, মাইকেল লিস্ক ২-১৫, ব্র্যাড হুইল ২-৩২)
স্কটল্যান্ড ৪২ রানে জয়ী।